মির্জা শাকিল
প্রফেশনাল গ্রাফিক এন্ড ইউআই ডিজাইনার
RekTech ডিরেক্টর অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার
কারো আন্ডার এ স্বল্প বেতনে চাকরি করা কোনদিনও আমার পছন্দের বেপার ছিল না, লাইফ এ নিজে থেকেই কিছু করাই সর্ব প্রথম প্রাধান্ন দেই আমি ,“University Of Greenwich in London”এর আন্ডার এ আইটি নিয়ে পড়াশুনা করে একজন আইটি ইঞ্জিনিয়ার হওয়ার পরও যে বাংলাদেশ এর জব সেক্টর গুলতে বেশি বেতনে চাকরি পাওয়া টা খুবই কষ্টের একটা ব্যাপার হবে সেটা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম, তাই সর্বদা নিজের ক্যারিয়ার নিয়ে খুব বেশী চিন্তা এ থাকতাম I
যেহেতু আমি একজন আইটি ব্যাকগ্রাউন্ড এর ছাত্র তাই আগে থেকে আমি একজন ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার ছিলাম। কিন্তু কোডিং আমার কোনদিন ও খুব বেশী একটা ভালো লাগার ব্যাপার ছিল না তাই সবকিছু মিলে আমি লাইফ নিয়ে কিছু টা হতাশ হয়ে পড়েছিলাম। একদিন আমার একজন ইউনিভার্সিটির ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলল শিখবে সবাই তে ঢুকে স্কিল্ ডেভেলপ করার কথা। প্রথম এ অনেক বিভ্রান্ত ছিলাম যে কোন স্কিল্ টা আমার জন্য সঠিক হবে। তারপর ঠিক করলাম সর্ব প্রথম আমি গ্রাফিক্স অ্যান্ড ইউয়াই ডিজাইন কউরস করব তারপর Advance ইউয়াই/ইউএক্স ডিজাইন কউরস করে মার্কেট প্লেস এ একজন ইউয়াই/ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করব।
২০১৯ এ শুরু হল আমার স্কিল্ ডেভেলপমেন্ট এর প্রচেষ্টা, ২০২১ সাল, বর্তমান এ মার্কেট প্লেস এ আমি একজন সফল ইউয়াই/ইউএক্স ডিজাইনার এবং ম্যাসকট লোগো ডিজাইন এক্সপার্ট হিসেবে কাজ করছি, পাশাপাশি “RekTech” নাম এর একটা উদীয়মান আইটি কোম্পানি তে ডিরেক্টর অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছি, আমার এতদিনের অভিজ্ঞতা থেকে নতুন ফ্রীলেন্সার ভাই দের উদ্দেসশে এটাই বলবো,সমস্যা, প্রতিবন্ধকতা জীবনে আসবেই। মানুষ যে কোনও বয়সেরই হোক না কেন, যদি সে সততা, পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করে তাহলে সে লাইফ এ সফল হবেই। আপনি যদি ধৈর্য না হারিয়ে পরিশ্রমের সাথে সঠিক গাইডলাইন মেনে চলতে পারেন তাহলে সফলতার দেখা আপনি পাবেন ইনশাল্লাহ।
প্রমাণ দেখুন