গ্রাফিক এন্ড ইউআই/ইউএক্স ডিজাইন সেক্টরে অন্যতম পরিচিত মুখ আব্দুল কাদের বর্তমানে আছেন শিখবে সবাই এর কো-ফাউন্ডার এবং সিওও হিসেবে। এখন পর্যন্ত প্রায় ৫৫০০ এর অধিক শিক্ষার্থীকে তিনি প্রশিক্ষন দিয়েছেন যাদের একটি বড় অংশ বিভিন্ন মার্কেটপ্লেসে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি নিজেও সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন ২০১২ সাল থেকে। উনার নেয়া ক্লাসের ধরন, কারিকুলাম, শিক্ষার্থীদের পিছনে পরিশ্রম, সবকিছু মিলে শিখবে সবাই এর শিক্ষার্থীদের দেয়া গোপন ভোট অনুযায়ী ৮৮.১৫ শতাংশ স্যাটিসফেকশন ধরে রেখেছেন। সম্প্রতি উনার ৩ জন শিক্ষার্থী ফাইভারে টপ রেটেড সেলার হয়েছেন। এছাড়াও অনেক শিক্ষার্থী লেভেল ২ সেলার হিসেবে ফাইভারে এবং টপ রেটেড সেলার হিসেবে আপওয়ার্কে কাজ করছেন।