মহসিন হাসান গ্রাফিক এবং ইউআই/ইউএক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স ডিজাইনার প্রশিক্ষণ দিয়েছেন 2500+ শিক্ষার্থী গ্রাফিক এন্ড ইউআই/ইউএক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স সেক্টরে অন্যতম পরিচিত মুখ মহসিন হাসান, বর্তমানে আছেন OrderDesigns এর ফাউন্ডার এবং সিইও হিসেবে। এছাড়াও বাংলাদেশে মোহসিন হাসান অনেকগুলো সরকারি প্রজেক্টে প্রধান মেন্টর হিসেবে কাজ করেছে, যেগুলির মধ্যে SEIP এবং LEDP প্রজেক্ট উল্লেখযোগ্য। এখন পর্যন্ত প্রায় 2500 এর অধিক শিক্ষার্থীকে তিনি প্রশিক্ষন দিয়েছেন যাদের একটি বড় অংশ বিভিন্ন মার্কেটপ্লেসে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি নিজেও সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন ২০১২ সাল থেকে। তার হাত ধরে অনেক শিক্ষার্থী এখন লেবেল টু ও টপ লেভেল সেলার হয়েছেন।