একজন দক্ষ এবং প্রচন্ড পরিশ্রমী মেন্টর মিনহাজ ফয়সাল। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। এ পর্যন্ত প্রায় ২০০০ এর বেশী শিক্ষার্থীকে প্রশিক্ষন দিয়েছেন যার মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা অত্যন্ত সফলভাবে ফ্রিল্যান্সিং করছেন। প্রশিক্ষনের পাশাপাশি তিনি নিজেও অনলাইন মার্কেটপ্লেসে সফলতার সাথে কাজ করছেন। উনার নেয়া ক্লাসের ধরন, কারিকুলাম, শিক্ষার্থীদের পিছনে পরিশ্রম, সবকিছু মিলে শিখবে সবাই এর শিক্ষার্থীদের দেয়া গোপন ভোট অনুযায়ী ৯০.০৩ শতাংশ স্যাটিসফেকশন ধরে রেখেছেন। সম্প্রতি উনার ৩ জন শিক্ষার্থী আপওয়ার্কে “টপ রেটেড সেলার” হয়েছেন। এছাড়াও উনার কাছ থেকে প্রশিক্ষনপ্রাপ্ত ২ জন শিখবে সবাইতেই মেন্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের একটি অনলাইন লার্নিং মার্কেটপ্লেসেও উনার শিক্ষার্থী ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন। কাজের প্রতি ডেডিকেশন এবং পরিশ্রমের ফলসরূপ একাধিকবার সম্মানসূচক “মেন্টর অফ দ্যা মান্থ” হয়েছেন তিনি।