নাইমুল হাসান একজন দক্ষ গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন মেন্টর হিসেবে আছেন শিখবে সবাই এর সাথে। এ পর্যন্ত প্রায় ৭০০ এর অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষন দিয়েছেন তিনি। মেন্টরিং এ আসার আগে তিনি শিখবে সবাই এরই শিক্ষার্থী ছিলেন। শিখবে সবাই এ থাকা অবস্থায়ই তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রজেক্টে মেন্টরিং করেছেন। সব জায়গাইতেই সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে শিখবে সবাই এর মিরপুর ব্রাঞ্চের হেড অফ গ্রাফিক ডিজাইনার হিসেবেও আছেন তিনি। মেন্টরিং এর পাশাপাশি তিনি কাজ করছেন ফাইভার মার্কেটপ্লেসে। এছাড়া লোকাল মার্কেটে বেশ কিছু ক্লায়েন্ট এর সাথে কাজ করছেন নিয়মিত। মেন্টর হিসেবে তিনি শিখবে সবাইতে ২০২১ সালে ২ বার মেন্টর অফ দ্যা মান্থ এবং বছরের সেরা মেন্টর নির্বাচিত হয়েছে। উনার নেয়া ক্লাসের ধরন, কারিকুলাম, শিক্ষার্থীদের পিছনে পরিশ্রম, সবকিছু মিলে শিখবে সবাই এর শিক্ষার্থীদের দেয়া গোপন ভোট অনুযায়ী ৯৭.০২ শতাংশ স্যাটিসফেকশন ধরে রেখেছেন। সম্প্রতি ২ জন শিক্ষার্থী ফাইভারে লেভেল-২ এবং ৭ জন লেভেল-১ ব্যাজ পেয়েছেন।