আসসালামু আলাইকুম, আমি রাতুল দাস। আমি একজন ডিজিটাল মার্কেটার। গত ২০১৭ সাল থেকেই আমার এই সেক্টরে কাজ করছি। পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করছি, আর দেশিও ১টি এজেন্সিতে কর্মরত আছি। লাস্ট ২ বছর ধরে প্রফেশনালি মেন্টরিং এ আছি। এই সময়ের মধ্যে প্রায় হাজার খানেক স্টুডেন্টদের সাথে পথ চলা হয়েছে আমার। আমি সবসময় চেষ্টা করি, আমার স্টুডেন্ট গন তারা জীবনে ভালো কিছু করুক দ্রুততম সয়ের ভিতর। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা কোর্স চলাকালীন সময়ে কাজ পেয়েছে, এবং এখন প্রফেশনালি কাজ করছে বিভিন্ন অরগানাইজেশানে। এবং আমি আমার সকল ব্যাচের স্টুডেন্ট দের আমার নিজের ক্লায়েন্টের প্রজেক্ট সো-কেস করে থাকি যেনো তারা শুধু প্যাকটিস নয়, পাশাপাশি রিয়েল টাইম ক্লায়েন্টের প্রজেক্ট থেকেও কিছু শিখতে পারে। আমি আমার এই ২ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যদি আপনার ইচ্ছে আর লেগে থাকা টা সুন্দর হয়ে থাকে, তবে আপনার একটি সাকসেসফুল ক্যারিয়ার এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে গড়ে তোলা খুব কঠিন কিছু না।