Illustrator
এডোব ইলাস্ট্রেটর মাধ্যমে কাজ করা হয় প্রিন্ট ম্যাটেরিয়াল নিয়ে। সাধারণত বিজনেস কার্ড, লেটারহেড, পোস্টার, ব্যানার, ফ্লায়ার, ব্রোশিউর, প্যাকেজিং ডিজাইন, সিভি ডিজাইন, লোগো ডিজাইন সহ আরো অনেক কাজ করা হয় ইলাস্ট্রেটর দিয়ে। প্রতিটি লার্নিং হবে প্রজেক্ট বেইজড। এর মাধ্যমে শিক্ষার্থীরা কাজ শিখার সাথে সাথে বিভিন্ন টুলসের ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন, যা দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করবে। প্রজেক্ট বেইজ লার্নিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, শিক্ষার্থীরা স্কিল শেখার সাথে সাথে পোর্টফলিও এর জন্য ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। এতে করে অনেক এগিয়া যাওয়া যায়।