ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট - মার্ন স্ট্যাক

- বনানী

  • কোর্সের মেয়াদ : ৮ মাস
  • কোর্স ফী : ২০,০০০ টাকা
  • ক্লাসের সময় : সোমবার ও বুধবার - সন্ধ্যা ৭টা - ৯টা
  • ক্লাস শুরুর তারিখ : ২৩শে নভেম্বর ২০২২

অভিজ্ঞতা অর্জন হয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। আর দক্ষতাই পারে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। তাই সময় নষ্ট না করি, দক্ষতা বৃদ্ধি করি।

কোর্সের বিস্তারিত সম্পর্কে জানতে আমাদের নিচের ফর্মটি পূরণ করুন

ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট - মার্ন স্ট্যাক

বর্তমান সময়ে রিয়েক্ট জেএস এর অনেক চাহিদা রয়েছে। এটি অনেক জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। ইন্ডাস্ট্রিতে রিয়েক্ট জেএস ডেভেলপারদের অনেক চাহিদা রয়েছে। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতেও বড় বড় প্রজেক্টের কাজ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু ঘাটতি রয়েছে দক্ষ ডেভেলপারের।

কোর্স ডিটেলস ভিডিও

100+

গ্রাডুয়েটস

132 ঘন্টা

ক্লাস আওয়ার্স

66

লেকচার

২৪/৭

অনলাইন সাপোর্ট

আমাদের কোর্স কারিকুলাম

জাভাস্ক্রিপ্ট কোর্সের প্রথম আড়াই মাস আমরা ফোকাস করবো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপর। জাভাস্ক্রিপ্টের একদম ব্যাসিক থেকে দেখানো হবে কোর্সে। এই কোর্সে অংশগ্রহণের পূর্বে জাভাস্ক্রিপ্টের কোনোরূপ পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে তবে এইচটিএমএল / সিএসএসের উপর ব্যাসিক ধারণা থাকতে হবে। কোর্সে যদিও এইচটিএমএল / সিএসএসের একটা রিফ্রেশার দেওয়া হবে তবে মূল ফোকাসটাই থাকবে জাভাস্ক্রিপ্ট এবং রিয়্যাক্টের উপর। জাভাস্ক্রিপ্টের ডোম ম্যানিপুলেশন, ফাংশনাল প্রোগ্রামিং, অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোর কনসেপ্ট কভার করা হবে। এছাড়াও জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে এপিআই থেকে ডাটা ফেচ করে আনা যায়, অ্যাসিঙ্ক্রোনাশ প্রোগ্রামিঙের খুঁটিনাটি সবকিছুরই বিস্তর আলোচনা হবে প্রথম আড়াই মাসে। এছাড়াও সাথে তো প্রজেক্ট থাকছেই। রিয়্যাক্ট জেএস জাভাস্ক্রিপ্টের খুঁটিনাটি পাকাপোক্ত করার পর আমরা ফোকাস করবো রিয়্যাক্ট এর উপর। প্রথম আড়াই মাসে আমরা জাভাস্ক্রিপ্টের যা কিছু শিখেছি সেটার উপরে ভিক্তি করেই আমরা আমাদের রিয়্যাক্ট এর জার্নি শুরু করে দিবো। রিয়্যাক্ট যে কত বেশি জোস একটা লাইব্রেরি সেটা আপনারাই বুঝতে শুরু করবেন। রিয়্যাক্ট এর কোর কনসেপ্টের উপর ফোকাস থাকবে কোর্সের প্রথমে এবং আমাদের এই পুরো সময়টা জুড়েই আমরা প্রোজেক্ট বেজড লার্নিং মেথড ফলো করবো। এক একটা করে কোর কনসেপ্টের পরে সেটা প্রোজেক্টে ব্যবহার করে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন দেখবো। রিয়্যাক্ট এর দুইটা ইম্পরট্যান্ট কনসেপ্ট, রিডাক্স এবং রিয়্যাক্ট হুক্স নিয়ে বিস্তর আলোচনা করবো কোর্সে। রিয়্যাক্ট এর রিয়েল লাইফ ডিজাইন প্যাটার্ন, কম্পোনেন্ট লাইফসাইকেল, ডিবাগিং ইত্যাদি নিয়ে জানবো আমরা কোর্সে।  এছাড়াও গুগলের ফায়ারবেইজ, নোড, মঙ্গোডিবি, ইত্যাদি ব্যাকেন্ড ফিচারস নিয়েও আমরা পড়াশুনা করবো। এবং কোর্সের শেষে আমরা রিয়্যাক্ট দিয়ে একটি কমপ্লিট ফুলস্ট্যাক অ্যাপ ডেভেলপ করে সেটা হোস্ট করবো। এরই মাধ্যমে আমাদের লার্নিং সম্পূর্ণতা লাভ করবে।

  • HTML & CSS
  • JAVASCRIPT
  • REACT.JS
  • NODE & MONGODB
  • Freelancing
  • ০%
  • ২৫%
  • ৫০%
  • ৭৫%
  • ১০০%

HTML & CSS

কোর্সের প্রথম দেড় মাস আমরা ফোকাস করবো এইচটিএমএল এবং সিএসএস এর উপর। একটা ওয়েবসাইটের বিল্ডিং ব্লক হল এইচটিএমএল এবং সিএসএস। সাইটের স্ট্রাকচার থেকে শুরু করে লেআউট, ফন্ট, কালার, ডিজাইনের জন্য এইচটিএমএল এবং সিএসএসের উপর দক্ষতা খুবই জরুরি। এছাড়াও সিএসএস এর বহুল জনপ্রিয় ফ্রেমওয়ার্ক বুটস্ট্রাপ 5 শিখবো আমরা। এবং আমাদের শেখাটা যাচাই করতে আমরা ২টা প্রোজেক্টও করে ফেলবো।

JAVASCRIPT

এরপরের তিন মাস আমরা ফোকাস করবো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপর। এই কোর্সের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এটি। জাভাস্ক্রিপ্টের একদম ব্যাসিক থেকে দেখানো হবে কোর্সে। এই কোর্সে অংশগ্রহণের পূর্বে প্রোগ্রামিং এর কোনোরূপ পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে। জাভাস্ক্রিপ্টের ডোম ম্যানিপুলেশন, ফাংশনাল প্রোগ্রামিং, অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর জটিল জটিল কনসেপ্টগুলো কভার করা হবে। এছাড়াও জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে এপিআই থেকে ডাটা ফেচ করে আনা যায়, ব্যাকেন্ড এ রিকোয়েস্ট পাঠানো যায়, কিভাবে মাল্টিপল রিকোয়েস্ট নিয়ে একসাথে কাজ করতে হয় এসব কিছুর খুঁটিনাটি বিস্তরভাবে আলোচনা হবে। সাথে প্রোজেক্ট এবং আস্যাইনমেন্ট তো থাকছেই। জাভাস্ক্রিপ্টের এ পার্টে কম করে হলেও ৬-৭টার মতো প্রোজেক্ট করবো আমরা।

REACT.JS

জাভাস্ক্রিপ্টের খুঁটিনাটি পাকাপোক্ত করার পর আমরা ফোকাস করবো রিয়্যাক্ট এর উপর। প্রথম সাড়ে চার মাসে আমরা যা কিছু শিখেছি সেটার উপরে ভিক্তি করেই আমরা আমাদের রিয়্যাক্ট এর জার্নি শুরু করে দিবো। রিয়্যাক্ট যে কত বেশি জোস একটা লাইব্রেরি সেটা আপনারাই বুঝতে শুরু করবেন। রিয়্যাক্ট এর কোর কনসেপ্টের উপর ফোকাস থাকবে কোর্সের প্রথমে এবং আমাদের এই পুরো সময়টা জুড়েই আমরা প্রোজেক্ট বেজড লার্নিং মেথডলজি ফলো করবো। এক একটা করে গুরুত্বপূর্ণ কনসেপ্টের পরে সেটা প্রোজেক্টে ব্যবহার করে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন দেখবো। রিয়্যাক্ট এর রিয়েল লাইফ ডিজাইন প্যাটার্ন, কম্পোনেন্ট লাইফসাইকেল, হুকস, রিডাক্স ফ্রেমওয়ার্ক, ডিবাগিং ইত্যাদি নিয়ে আমরা শিখবো।

NODE & MONGODB

এবার পালা ব্যাকেন্ড এ ফোকাস করার। এতদিন তো আমরা শুধু ফ্রন্টেন্ড নিয়েই কাজ করলাম। এপিআই দিয়ে ডাটা কল করেছি এবং সেই ডাটা ব্যবহার করে গিয়েছি আমরা। আমাদের চিন্তা করতে হয়নি ডাটাগুলো কোত্থেকে আসছে, কিভাবেই-বা আসছে। কোর্সের এই পর্যায়ে এসে আমরা শিখবো কিভাবে ডাটা নিয়ে ব্যাকেন্ড পার্টে কাজ করতে হয়। ব্যাকেন্ড এর জন্য আমরা নোড এবং এক্সপ্রেস শিখবো। কিভাবে এপিআই তৈরি করতে হয়, ডাটা স্টোর করে রাখতে হয়, সিকিউরিটি মেইনটেইন করতে হয়, এক্সেস কনট্রোল করা যায়, অথোরাইজেশন সেট করতে হয় প্রভৃতি জিনিস আমরা শিখবো। এছাড়াও ডাটাবেইজ এর জন্য আমরা এসকিউএল এবং নো-এসকিউএল দুইধরনের টেকনোলজি দেখবো এবং সবশেষে বর্তমানে নো-এসকিউএল ডাতাবেইজ এর জন্য বহুল জনপ্রিয় মঙ্গোডিবি শিখবো। এছাড়াও কোর্সের শেষে ক্যাপ্সটোন প্রোজেক্ট হিসেবে আমরা একটা কমপ্লিট ই-কমার্স সাইট একদম স্ক্র্যাচ থেকে তৈরি করবো যেখানে MERN Stack এর বেস্ট প্র্যাক্টিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো। একটা প্রোজেক্ট একদম আইডিয়া জেনারেশন থেকে শুরু করে ডিজাইন, কোড, টেস্টিং এবং সবশেষে সেটাকে একটা ক্লাউড স্টোরেজে হোস্ট করে সবার জন্য উন্মুক্ত করে দিবো। আমাদের এই কোর্সের সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ প্রোজেক্ট হবে এটি।

Freelancing

ফ্রিল্যান্সিং এর জন্য জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফাইভার। নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। কিভাবে এই মার্কেটপ্লেসে প্রোফাইল বানাতে হবে, পোর্টফলিও তৈরি করা, জব এর জন্য বিড করা, ক্লায়েন্ট কমিউনিকেশন, পেমেন্ট গেটওয়ে সহ যাবতীয় সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্র্যাকটিকালি কাজ করা হবে এই ক্লাসগুলোতে। শিক্ষার্থীদের যথাযথ উপায়ে সাহায্য করা হবে মার্কেটপ্লেসে নিজেদের জায়গা করে নেয়ার জন্য। অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের জন্য আদর্শ প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক। শিখবে সবাই এর ফ্রিল্যান্সিং ক্লাসগুলোর শেষদিকে আপওয়ার্ক নিয়েও বিস্তারিত শেখানো হয় শিক্ষার্থীদের। মার্কেটপ্লেসে প্রোফাইল বানাতে হবে, পোর্টফলিও তৈরি করা, জব এর জন্য বিড করা, ক্লায়েন্ট কমিউনিকেশন, পেমেন্ট গেটওয়ে সহ যাবতীয় সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্র্যাকটিকালি কাজ করা হবে এই ক্লাসগুলোতে। শিক্ষার্থীদের যথাযথ উপায়ে সাহায্য করা হবে মার্কেটপ্লেসে নিজেদের জায়গা করে নেয়ার জন্য।

কোর্স মেন্টর

দিদারুল ইসলাম

মেন্টর - প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার

প্রশিক্ষণ দিয়েছেন : 100

দিদার ইসলাম শিখবে সবাই এর একজন তরুন এবং অভিজ্ঞ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর। উনার রয়েছে ওয়েবসাইট এবং প্রোগ্রামিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা। শিখবে সবাই-তে যোগদান করার আগে তিনি কাজ করেছেন বিজিএমই এর আইটি বিভাগে। কাজের পাশাপাশি পছন্দ করেন পড়াতে।

কোর্সটা কি আপনার জন্য?

আপনি কি একজন শিক্ষার্থী?

পড়াশোনার পাশাপাশি আইটি কাজের বাস্তবমুখী শিক্ষা একজন শিক্ষার্থীর বর্তমান এবং ভবিষ্যতকে উজ্জ্বল করবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা বা কাজের সুযোগ করে দিবে এতে কোন সন্দেহ নেই। বরং পড়াশোনার পাশাপাশি অনেক শিক্ষার্থী বিভিন্ন খন্ডকালিন কাজ করতে চান। আইটি কোন কাজে দক্ষ হলে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে পারেন এবং নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করতে পারেন।

আপনি কি একজন গৃহিণী?

অনেক শিক্ষিত গৃহিণী গৃহস্থালির কাজের পাশাপাশি কোন কাজ করে আয় করতে চান। কিন্তু তারা চাইলেও নানা সমস্যার কারণে কোন চাকুরী বা ব্যাবসায় যুক্ত হতে পারেন না। তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সবচেয়ে উপযুক্ত একটি মাধ্যম। একজন গৃহিণী আইটি দক্ষতা অর্জন করে প্রতিদিন বা সুবিধা মত সময়ে কাজ করে আয় এবং নিজের একটি পরিচয় তৈরি করতে পারেন।

আপনি কি একজন চাকুরীজীবী?

বর্তমানে চাকুরী করে অনেকেই হয়তো নিজের সকল প্রয়োজন মেটাতে হিমিশিম খাচ্ছে। অনেকে হয়তো চাকুরীই করতে চাচ্ছেন না, নিজের কিছু করতে চাচ্ছেন। অনেকে হয়তো চাকুরীর পরের সময় গুলো কাজে লাগাতে চাচ্ছেন। প্রতিদিন ৩/৪ ঘণ্টা সময় দিলে শিখবে সবাই এর যে কোন আইটি কোর্সের মাধ্যমে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে আপনার বাড়তি আয়ের চাহিদা মেটানো সম্ভব।

আপনি কি একজন উদ্যোক্তা?

আপনি যে কোন ব্যাবসা করেন না কেনো, আপনার বিভিন্ন আইটি কাজের প্রয়োজন হবেই। আপনার নিজের যদি ভালো কাজের আইডিয়া থাকে তবে সেটা অন্যের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করতে পারবেন। কিন্তু আপনি নিজে যদি কোন আইটি দক্ষতা না রাখেন, তাহলে বর্তমান সময়ে যে কোন ব্যাবসা বা নতুন কোন আইডিয়া নিয়ে কাজ করলে সাফল্য অর্জন করা খুবই কঠিন হয়ে যাবে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপোর্ট ব্যাবস্থা

শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক ক্লাসের পরেও আরো বিস্তারিত জানতে চায়। ক্লাসে দেয়া এ্যাসাইনমেন্ট করার সময় কোন জায়গায় আটকে যেতে পারে। এই সময় একটু সাপোর্ট হলে তারা কাজ সফলভাবে সম্পন্ন করতে পারেন। আবার কোর্স শেষে ক্লায়েন্ট এর কাজ করার সময়েও সাপোর্ট প্রয়োজন হয়। তাই শিখবে সবাই তার সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপোর্ট ব্যাবস্থার আয়োজন রেখেছে। এই সাপোর্ট লাইফটাইম সম্পুর্ন বিনামূল্যে প্রদান করা হবে।

অনলাইন লাইভ সাপোর্ট

প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা নির্ধারিত সাপোর্ট লিঙ্কে ক্লিক করে সাপোর্ট প্ল্যাটফর্মে জয়েন করতে পারবেন এবং সেখানে মেন্টর থাকবেন লাইভ সাপোর্ট দেওয়ার জন্য। নিজের স্ক্রিন শেয়ার করে বা স্কাইপ কলের মাধ্যমেও মেন্টর সাহায্য করবে।

অফলাইন সাপোর্ট

শিখবে সবাই এর যে কোন শিক্ষার্থী, সে অনলাইন লাইভ কোর্সের হোক কিংবা অফলাইন কোর্সের হোক। শিখবে সবাই এর যে কোন ক্যাম্পাসে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সাপোর্টের জন্য আসতে পারবেন। ক্যাম্পাসে সাপোর্ট সেন্টারে বসে মেন্টর এর কাছ থেকে সরাসরি কাজ বুঝে নেওয়া যাবে।

আমাদের শিক্ষার্থীদের সফলতার গল্প

আমাদের শিক্ষার্থীরা কোথায় কাজ করেন?

সফল ভাবে স্কিল্ল ডেভ্লপমেন্ট এবং সফট স্কিল এর পরে আমাদের স্টুডেন্টরা পপুলার অনলাইন মারকেটপ্লেস আপওয়ার্ক (Upwork), ফাইবার (Fiverr), পিপল-পার-আওয়ার (PPH) সহ আরও অনেক জায়গায় সফল ভাবে ফ্রিলাঞ্চিং এর কাজের সাথে জড়িত। এছারাও লোকাল মার্কেটে ভালো পরিমাণ কাজের সাথেও জড়িত আছেন অনেকেই। আমাদের কোর্স গুলো ঠিক এমন ভাবে গঠিত যাতে একজন স্টুডেন্টরা অনলাইন এবং অফলাইন মার্কেটের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারেন।

ফাইভার

নতুন শিক্ষার্থীদের জন্য ফাইভার মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়। কারন এখানে নতুনরা সহজেই ছোট ছোট কাজ দিয়ে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। এখানে কাজের নির্দিষ্ট প্যাকেজ বা গিগ করা থাকে যা ক্ল্যায়েন্ট এবং ফ্রিল্যান্সার উভয়ের জন্যই সুবিধাজনক।

আপওয়ার্ক

আপওয়ার্ক একটি বড় আন্তর্জাতিক কাজের বাজার। এখানে বড় বড় কোম্পানি গুলো আউটসোর্সিং করে কাজ করায়। আমাদের অনেক শিক্ষার্থী এই মার্কেটে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। তুলনামূলক এখানে কাজের মূল্য একটু বেশী পাওয়া যায়।

রিমোট জব

বিভিন্ন মার্কেটপ্লেসে ভালো মানের কাজ সরবরাহ করার ফলে আমাদের শিক্ষার্থীদের সাথে ক্লায়েন্ট এর অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মার্কেটপ্লেসের বাইরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ক্লায়েন্ট এর কাজ করে থাকেন আমাদের শিক্ষার্থীরা। এর ফলে অনেক ক্ল্যায়েন্ট মাসিক চুক্তি করে কাজ করায় যেটা চাকুরীর মতো।

লোকাল জব

আন্তর্জাতিক বাজার ছাড়াও বাংলাদেশেও কিন্তু আইটির বিভিন্ন কাজ থাকে। মূলত দেশীয় ছোট এবং মাঝারী ব্যাবসায়ি প্রতিষ্ঠান গুলো আউটসোর্সিং করেই কাজ করায়। আমাদের অনেক শিক্ষার্থী এরকম লোকাল অনেক কাজ করে থাকেন। এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই পেমেন্ট নেওয়া যায়। আবার চাইলে সরাসরি কথা বলেও অনেকে লোকাল বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এখানে সুবিধা হচ্ছে কাউকে কোন কমিশন দিতে হয় না যেটা উপরের সকল মাধ্যমেই প্রযোজ্য।

নিউজ কাভারেজ

প্রতিষ্ঠার পর থেকে আইটি সেক্টরে দক্ষতা উন্নয়নে সফলতার সাথে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষন ইন্সটিটিউট শিখবে সবাই। এই দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি পাশে পেয়েছে দেশের স্বনামধন্য প্রায় সকল সংবাদমাধ্যমকে। শিখবে সবাই এর পাশে থাকার জন্য এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য গনমাধ্যমের প্রতি রইলো কৃতজ্ঞতা।

কিভাবে শুরু করবেন?

শিখবে সবাইতে ভর্তি হতে ইচ্ছুক অনেকেই ভাবেন কিভাবে ভর্তি হবেন, ক্লাস করবেন, ক্লাসের প্রকৃয়াগুলো কি। এই প্রকৃয়াগুলো একদম সহজ এবং সুন্দর করে গড়ে তুলেছে শিখবে সবাই। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সুন্দরভাবে তুলে ধরে হয়েছে।

আপনার পছন্দের কোর্সে পেমেন্ট করুন

আপনি যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তার জন্য শুরুতেই পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট আপনি শিখবে সবাই এর যেকোনো অফিসে এসে করতে পারবেন। পাশাপাশি শিখবে সবাই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি বিকাশ, রকেট অথবা নগদ ব্যবহার করেও বাসায় বসে পেমেন্ট করে মানি রিসিপ্ট পেতে পারেন। ঘরে-বাহিরে যেখানেই থাকেন না কেনো, খুব সহজেই আপনি এই প্রকৃয়া সম্পন্ন করতে পারেন।

আপনার ইমেইল চেক করুন

আপনি যদি ওয়েবসাইট অথবা বিকাশ/নগদ/রকেট ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে ইমেইলে আপনার মানি রিসিপ্ট চলে যাবে। এছাড়াও আপনার ব্যাচের জন্য নির্ধারিত ফেসবুক গ্রুপ, ক্লাসের লিঙ্ক ইমেইলে দিয়ে দেয়া হবে। তাই, নিয়মিত ইমেইল চেক করুন।

নির্দিষ্ট সময়ে ক্লাস করুন

আপনাকে ইমেইলে দেয়া নির্ধারিত তারিখেই ক্লাস শুরু হবে। কোর্স করে ভালো কিছু শিখতে এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে নিয়মিত ক্লাস এবং এসাইনমেন্ট এর বিকল্প নেই। তাই, মেন্টর নির্দেশনা মেনে চলতে চেষ্টা করুন এবং নিয়মিত ক্লাস করুন।

কম্পিউটারের নুন্যতম যোগ্যতা

রিয়েক্ট জেএস কোর্সের জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই এইচটিএমএল, সিএসএস সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। তাহলেই তিনি এই কোর্সে ভালো করতে পারবেন।

যোগাযোগ করুন

আপনার কোন প্রশ্ন থাকলে বা কোন কিছু জানার থাকলে নির্দিধায় নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের দক্ষ প্রতিনিধি আপনাদের সকল প্রশ্নের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাঝে মধ্যে আমাদের প্রতিনিধি রা ব্যাস্ত থাকার কারণে আপনার প্রশ্নের উত্তর পেতে দেরি হলে আমরা তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। ততক্ষণে আপনি আমাদের ফেইসবুক পেইজ এবং ফেইসবুক গ্রুপ দেখতে থাকুন।