রেজাউল করিম
প্রফেশনাল ওয়েব ডিজাইনার
ফাইভার
ওয়েব ডিজাইন শেখার প্রতি আমার আগ্রহ ২০১৭ সাল থেকেই। কিছুদিন HTML শেখার পর মনে হয়েছিল, আমার দ্বারা হবে না। তাই বন্ধ করে দিয়েছিলাম প্রাকটিস। তবে ২০২০ সালে আমার বন্ধুর (ফয়সাল হাসান) আগ্রহ দেখে আর তার অনুপ্রেরনায় আমার আবার সেই ইচ্ছা জাগল। Covid-19 এর জন্য ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় নিজের সর্বোচ্চ শক্তি আর সময় নিয়ে শুরু করে দিলাম। শুরুতে ইউটিউব থেকে মশিউর রহমান ভাই এর চ্যানেল থেকে HTML, CSS আর সেলিম রানা ভাই এর চ্যানেল থেকে PSD to HTML শিখেছিলাম। এরপর শিখবেসবাই এর কথা জানতে পারলাম। শিখবেসবাইতে ওয়েব ডিজাইন এর উপর প্রায় নিয়মিতই কিছু লাইভ ক্লাস নেয়া হয় যা আমি কখনোই মিস করতাম না। মিনহাজ ভাই আর ফরিদ রনি ভাই এর লাইভ ক্লাস গুলো থেকে ওয়েব ডিজাইন সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছিলাম। মিনহাজ ভাই এর ক্লাস গুলো সত্যিই অসাধারণ ছিল, তার ক্লাস গুলো অত্যন্ত গোছানো এবং স্পষ্ট।
ফরিদ রনি ভাই, অত্যন্ত উদার মনের মানুষ, তিনি তার ইউটিউব চ্যানেলে ফ্রীতেই এত কিছু রেখেছেন , কোর্সে নাজানি আরও কত কি রয়েছে! তবে তার শিক্ষার্থীদের সাথে ফ্রিল্যান্সিং এর উপর যে লাইভ ক্লাস গুলো নিয়েছেন, তা সত্যিই অসাধারণ ছিল।
এর পর মিজান ভাইয়ের ৫ দিন ব্যাপি ওয়ার্কশপ করেছিলাম। মিজান ভাই অনেক ট্রিকস শিখিয়েছিলেন যা এখনও কাজে লাগছে। এরপর ওমর ফারুক ভাই এর ৩ দিন ব্যাপি একটি ওয়ার্কশপ করেছিলাম, যা সত্যিই অসাধারণ ছিল। ওমর ফারুক ভাই তার সর্বোচ্চ চেস্টা করেছিলেন যেন এত কম সময়ে যত বেশি শেখানো যায়। বিভিন্ন সময়ে সমস্যায় পরলে ভাইকে নক দিলে, তিনি খুব দ্রুতই সঠিক দিকনির্দেশনা দেন। এরপর সোহাগ ভাই এর অসাধারণ কিছু লাইভ ক্লাস করেছিলাম। তার ক্লাসগুলো খুবই চমৎকার। তিনি প্রতেকটা বিষয় অত্যন্ত পরিষ্কার ভাবে উপস্থাপন করেন। ভাই এর ইউটিউব চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে, যার প্রত্যেকটাই এক একটা ট্রিকস। এরপর ফাইভার সম্পর্কে রাইয়ান সফওয়ান ভাই এর চমৎকার একটা ক্লাস করেছিলাম। ভাই এর একটা ক্লাসেই ফাইভারের প্রায় সব বিষয়ে পরিস্কার ধারণা পেয়েছিলাম৷ এরপর নভেম্বরের শেষ দিকে আমি ফাইভের জয়েন করি। প্রায় দেড় মাস পর প্রথম অর্ডার পাই। আলহামদুলিল্লাহ এরপর থেকে আরও অর্ডার পাচ্ছি।
আর আমার যে কোন সমস্যায় সবসময় পাশে ছিল আমার বন্ধু ফয়সাল হাসান। আমি এখন ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর উপর কাজ করছি। এরপর PHP, Laravel শিখব ইনশাআল্লাহ।
পরিশেষে একটা কথাই বলব, শিখবে সবাই এর প্রতিটা মেন্টরই অসাধারণ, আপনি যদি তাদের দিকনির্দেশনা মেনে চলেন আর একটু ইউটিউব রিসার্চ করতে পারেন, তাহলে আপনিও ওয়েব ডিজাইন শিখতে পারবেন ইনশাআল্লাহ।
প্রমাণ দেখুন