Basic Website Design
বেসিক ওয়েবসাইট ডিজাইনে মূলত আমরা এইচটিএমএল, সিএসএস শিখবো। এইচটিএমএল হল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে ওয়েবসাইটের কাঠামো দারানো করা হয়। সিএসএস এইচটিএমএল কন্টেন্টকে স্টাইল করার জন্য ব্যাবহার করা হয়। সহজ ভাষায় বললে আপনি কোনো ওয়েবসাইটে ভিজিট করার পর যে বড় হেডিং টেক্সট দেখেন সেটা এইচটিওএমএল দিয়ে করা আর ঐ টেক্সটায় যে কালার দেয়া আছে সেটা সিএসএস দিয়ে করা।