
এইচটিএমএল, বুটস্ট্র্যাপ
এইচটিএমএল হচ্ছে “মার্কআপ ল্যাঙ্গুয়েজ” এবং সিএসএস হচ্ছে “স্টাইল।” কিন্তু এগুলো কোনো “প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ” নয়। এর মাধ্যমে আপনি একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এরপর বুটস্ট্র্যাপ এবং জেকুয়েরি দিয়ে ওয়েবসাইটকে প্রাণবন্ত এবং রেসপন্সিভ করতে পারবেন। যেকোনো মেনুতে ক্লিক করলে অন্য পেইজে যাবে এবং বিভিন্ন রকম তথ্য দেখাবে। বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন রকমের এনিমেশনের মতো কাজ দেখি, এই ধরনের প্রাণবন্ত আবহ নিয়ে আসে বুটস্ট্র্যাপ এবং জেকুয়েরি।