আবদুল্লাহ আল আবির শিখবে সবাই এর একজন তরুন মেন্টর। তার অসাধারন ধৈর্য এবং শেখানোর তীব্র ইচ্ছা প্রতিনিয়ত কাজ করতে উৎসাহিত করছে। তিনি একজন গ্রাফিক ডিজাইনার এর পাশাপাশি একজন দক্ষ মোশন গ্রাফিক্স ডিজাইনারও। মোশন ডিজাইনার হিসেবে লোকাল মার্কেটপ্লেসে অনেক কাজ করেছেন। এছাড়াও ফাইভার এবং আপওয়ার্কেও নিয়মিত কাজ করছেন। শিখবে সবাই এর মেন্টর হিসেবে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছেন। তাদের গ্রাফিক ডিজাইন এর বেসিক যেমন ক্লিপিং পাথ নিয়ে প্রশিক্ষন দিয়ে কর্মমুখী করে তুলেছেন। শিখবে সবাই এর সাপোর্ট মেন্টর হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন।