শিখবে সবাই কো-ফাউন্ডার এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ফরিদ রনি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং সম্পর্কিত প্রশিক্ষনের সাথে যুক্ত আছেন। এ পর্যন্ত তিনি প্রায় ৩৫০০ এর অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষন দিয়েছেন। উনার হাত ধরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সফলতার সাথে ফ্রিল্যান্সিং করছেন। তিনি নিজেও সফলতার সাথে কাজ করছেন ফাইভার এবং আপওয়ার্ক মার্কেটপ্লেসে। পাশাপাশি বেশ কিছু ক্লায়েন্ট এর সাথে ফিক্সড কাজ করেন। আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার ফরিদ রনি তার শিক্ষার্থীদের ব্যাপারে শতভাগ কমিটেড। উনার নেয়া ক্লাসের ধরন, কারিকুলাম, শিক্ষার্থীদের পিছনে পরিশ্রম, সবকিছু মিলে শিখবে সবাই এর শিক্ষার্থীদের দেয়া গোপন ভোট অনুযায়ী ৮৭.৬০ শতাংশ স্যাটিসফেকশন ধরে রেখেছেন। সম্প্রতি উনার ২ জন শিক্ষার্থী ফাইভারে “টপ রেটেড সেলার” হয়েছেন। এছাড়াও উনার শপিফাই এর শিক্ষার্থীরা ফাইভারে অনেক ভালো অবস্থান ধরে রেখেছেন।