নতুনকে জানার ইচ্ছা এবং কাজ শেখার তীব্র আগ্রহ থেকেই "3D Architectural Rendering" নিয়ে কাজ শুরু করেন তিনি। এখন পর্যন্ত প্রায় ১০০ এর অধিক প্রজেক্টে সফলভাবে কাজ শেষ করেছেন তিনি। নিজে কাজ করার পাশাপাশি ভালোবাসেন অন্যকে কাজ শেখাতে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের পাশাপাশি লোকাল মার্কেটে অনেক প্রজেক্ট সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি যুক্ত আছেন শিখবে সবাই তে মেন্টর হিসেবে। উনার নেয়া ক্লাসের ধরন, কারিকুলাম, শিক্ষার্থীদের পিছনে পরিশ্রম, সবকিছু মিলে শিখবে সবাই এর শিক্ষার্থীদের দেয়া গোপন ভোট অনুযায়ী ৮২.০২ শতাংশ স্যাটিসফেকশন ধরে রেখেছেন। সম্প্রতি উনার একজন শিক্ষার্থী ফাইভারে লেভেল-২ সেলার হয়েছেন। এছারাও বেশ কয়েকজন শিক্ষার্থী লোকাল মার্কেটে বিভিন্ন প্রজেক্টে সফলতার সাথে কাজ করছেন।