Mentor Biography

রবি খান

প্রফেশনাল গ্রাফিক এন্ড ইউআই ডিজাইনার

প্রশিক্ষণ দিয়েছেন ৭০০+ শিক্ষার্থী

একজন দক্ষ এবং প্রতিভাবান গ্রাফিক এন্ড ইউআই মেন্টর রবি খান। তিনি এ পর্যন্ত প্রায় ৭০০ এর অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষন দিয়েছেন। উনার শিক্ষার্থীরা সফলতার সাথে বিভিন্ন অনলাইন এবং অফলাইন মার্কেটপ্লেসে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষনের পাশাপাশি তিনি নিজেও একজন নিয়মিত ফ্রিল্যান্সার। কাজ করেন ফাইভার এবং আপওয়ার্কের মতো মার্কেটপ্লেসগুলোতে। উনার নেয়া ক্লাসের ধরন, কারিকুলাম, শিক্ষার্থীদের পিছনে পরিশ্রম, সবকিছু মিলে শিখবে সবাই এর শিক্ষার্থীদের দেয়া গোপন ভোট অনুযায়ী ৯৭.৪৬ শতাংশ স্যাটিসফেকশন ধরে রেখেছেন। সম্প্রতি উনার ৩ জন শিক্ষার্থী ফাইভারে লেভেল-২ সেলার এবং ৭ জন লেভেল-১ সেলার হয়েছেন। এছাড়াও উনার একজন শিক্ষার্থী নাভানা গ্রুপে গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করেছেন। কাজের প্রতি ডেডিকেশন এবং পরিশ্রমের ফলসরূপ একবার সম্মানসূচক “মেন্টর অফ দ্যা মান্থ” হয়েছেন তিনি। তিনি ঢাকা কলেজ এর স্যোশিওলজি বিভাগের একজন গ্র্যাজুয়েট। কাজ করা এবং শেখার প্রতি যেমন আগ্রহ, তেমনি অন্যকে শেখাতেও প্রচন্ড ভালোবাসেন তিনি।